Sunday, April 19, 2020

'QUARANTINE' - কথাটির অর্থ।  ইতিহাসের গপ্প 
(করোনা বিজ্ঞানের খুচরো খবর - ৬) 


ইব্ন সিনা -  দশম শতকের খ্যাতনামা জিনিয়াস। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম জনক।

যাঁর পাঁচ ভলিউমের বই 'আল কানুন ফি আল তিব্ব' (Canon of Medicine) প্রায় ৭০০ বছর আরব ও ইউরোপীয় বিশ্ববিদ্যালের মূল মেডিকেল 'টেক্সট' ছিল।

যে বইয়ে ইব্ন সিনা  Anatomy ও  শারীরবিদ্যার বিশদ বর্ণনা করেছেন ।  লিপিবদ্ধ করেছেন প্রায় ৭৬০টি ওষুধ তৈরীর প্রক্রিয়া।রুগীর প্রস্রাব পরীক্ষা ও নাড়ীর গতিপ্রকৃতি'র ওপর জোর দিয়েছেন। জানিয়েছেন যে একদম দুগ্ধপোষ্য শিশু থেকে বার্ধক্যে পৌঁছনো প্রবীনদের নানা রকম অসুখ সরিয়ে তোলা থেকে সুস্থ জীবনযাপনে কি কি প্রয়োজনীয়।এইসব তিনিই যে প্রথম লক্ষ করেছিলেন তা নয়, তবে এই ব্যাপারে systematic বৈজ্ঞানিক চিন্তাভাবনা অনেকটাই তাঁর আমল থেকে। চিকিৎসাবিজ্ঞানে উন্নতি করতে হলে পরীক্ষামূলক গবেষণা ও পর্যবেক্ষণ যে অপরিহার্য এই আধুনিক বৈজ্ঞানিক ধারণার অন্যতম অগ্রদূত ইব্ন সিনা (প্রাচীন ভারতে চিকিৎসা যথেষ্ঠ উন্নত হলেও এই সময় কেন পিছিয়ে পড়ে তাঁর অসাধারণ বিশ্লেষণ করেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়....)

ইব্ন সিনার বড় আবিষ্কার এই যে  কিছু অসুখ যেমন পানীয় জল থেকে আসতে পারে তেমনি কিছু  অসুখ ভিড় জায়গায় বেশি করে ছড়িয়ে পরে, এবং বাইরে থেকে কোন অসুস্থ ব্যক্তি শহরে এলে আরো অনেকে তার সংস্পর্শে এসে আক্রান্ত হয়।

আর তাই, ব্যাকটেরিয়া বা ভাইরাস চোখে না দেখলেও তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে তিনি একটি নিয়ম প্রচলন করেন যা আজ, এক হাজার বছর বাদেও , আমাদের জীবন নিয়ন্দ্রণ করছে।বাঁচাচ্ছে। ইব্ন সিনা বিধান দেন যে ছোঁয়াচে রোগ থেকে বাঁচতে হলে '৪০ দিন' আলাদা থাকতে হবে।  ৪০ দিনের এই isolation পিরিয়ডকে তিনি নাম দিয়েছিলেন 'আল আরবা'ইনিয়া। পরের কয়েক শতক সংক্রমণ ঠেকাতে  ছোটোখাটো ভাবে এর ব্যবহার হত মধ্য প্রাচ্য, উত্তর আফ্রিকা ও বাইজেন্টাইন সাম্রাজ্য। 

১৩ শতকে যখন Black Deathরুপী প্লেগের মহামারী ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ভেনিসের বণিক সমাজ আনুষ্ঠানিক ভাবে নিয়ম করেন ইব্ন সিনার '৪০ দিনের নিয়ম' পুরো রাজ্যকে মানতে হবে। 'আল আরবা'ইনিয়া তো ফার্সী কথা।৪০ দিন। ইতালিয়ান ভাষায়  সরাসরি অনুবাদ করলে দাঁড়ায় 'Quarantena' [আমাদের পরিচিত ইংরিজি শব্দ quarter, quaterly , quaternaryর সঙ্গে মিল যে আছে সে তো বুঝতেই পারছেন।  সবই ওই 'চার' related ...)

আর তাই আজও আমরা করোনাবাবাজিকে ঠেকাতে quarantine করে চলেছি।


(ছবি: ফেসবুক থেকে নেওয়া)

History of Medicine - the Middle Ages 500-1450 : Kate Kelly
https://www.trtworld.com/magazine/how-ibn-sina-s-work-became-a-guiding-light-for-scientists-facing-contagions-35440
https://en.wikipedia.org/wiki/The_Canon_of_Medicine



 




No comments:

Post a Comment

 স্কুল খুলুক, সঙ্গে হাওয়া বাতাস খেলুক ক্লাসঘরে ('এই সময়' সংবাদপত্রে প্রবন্ধ -  ২২শে সেপ্টেম্বর, ২০২১)      সোজাসাপ্টা অপ্রিয়   সত...